বঙ্গমাতার জন্মদিনে রাঙ্গামাটিতে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান - Amader Bangladesh
আব্বাস উদ্দিন : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে
আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও অনুদানের
অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (৮ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও
মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ
মিজানুর রহমান। 

রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন,
অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা
ফাতেমা তুজ জোহরা উপমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা
সভায় বক্তারা বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এক মহীয়সী নারীর প্রতিকৃতি।
তিনি ছিলেন স্বামী জাতির পিতা বঙ্গবন্ধুর প্রেরণা ও আত্মবিশ্বাসের উৎস।
বঙ্গমাতাকে ছাড়া বঙ্গবন্ধুর পক্ষে গোটা জীবনে এত সাহসী সিদ্ধান্ত নেয়া সম্ভব হতো
না। বঙ্গমাতাকে ছাড়া বঙ্গবন্ধু ছিলেন অসম্পূর্ণ।

 বঙ্গমাতাকে পাশে পেয়েই বঙ্গবন্ধু পূর্ণতা পেয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে প্রেরণা দানের পাশাপাশি এ দেশের
সুদীর্ঘ সংগ্রামের ফসল আমাদের স্বাধীনতার ইতিহাসে এক অনন্য ভূমিকা
রেখেছিলেন। বাংলার ইতিহাসে জাতির সংগ্রামী নেতৃত্ব সৃষ্টিতে নীরবে-নেপথ্যে

অনবদ্য ভূমিকা রেখেছেন বঙ্গমাতা। তাই বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব
সংকটে সংগ্রামে বঙ্গবন্ধুর নির্ভীক সহযাত্রী ছিলেন।

 

আলোচনা সভা শেষে রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে রাঙ্গামাটি পৌরসভা এলাকার ১৫ জন
প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং ৩০ জন নারীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা
হয়। এছাড়া রাঙ্গামাটির অন্যান্য উপজেলায় আরো ৫৫ জন নারীকে সেলাই মেশিনসহ
নারী উদ্যোক্তাদের অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম।

About Author