একটি শিশু জন্মাইবে বলে- Amader Bangladesh

কত আশা,অপেক্ষা বাংলা মায়ের!!
যে শিশুর পদচারণায়-আগমনে;
ভাগ্য খুলিবে হতভাগা বাংলাদের!!

ইতিহাসেরা আসিয়া যায়;
বাংলা মা আশাতীত ;
সেই শিশুতেই ফিরিয়া চায়!!
সে আসিবে বলে-
বাংলা মায়ের নাহি শেষ বর্ণনায়!!

তাহার বর্ণনায়-
যে শিশুর হাসিতে;
সারা বাংলা হাসিবে!!
কান্নাতে স্তব্ধ হইয়া;
সারা বাংলা কাঁদিবে!!
যাহার ছোঁয়ায় ছন্দিত হইয়া;
সারা বাংলা নাচিবে!!
মিষ্টি কন্ঠে কন্ঠ মিলাইয়া;
বসন্তের কোকিল ডাকিবে!!
যাহার ইশারা ও বাণীতে;
বাঙালি একতা শিখিবে!!
ভালোবাসায় মুগ্ধ হইয়া;
ভালোবাসা বিলাইবে!!

ধর্ম নয়,বর্ণও নয়-
যাহার চোখে চোখ রাখিয়া;
বাঙালি অসাম্প্রদায়িক চেতনার হইবে!!
যাহার বজ্রকন্ঠ আর বাণীতে ;
বাংলার বুকে যুগান্তর আসিবে!!
সর্বোপরি,হতভাগা বাঙালি ;
তাহার অধিকার পাইবে!!

 

দীর্ঘদিনের সেই দীর্ঘ অপেক্ষা শেষে;
বাংলা মায়ের আশার বাণী আর অবিরাম ভালোবাসা নিয়ে এসে;
‘১৯২০ সালের ১৭ই মার্চ’
জন্ম নিলো-
সেই শিশু অবশেষে!!!

যাহার জীবনের শেষ অবধি;
করেনে কখনওই বাংলাকে নিরাশা!!!
তাইতো, তিনি আজ-
কোটি বাঙালির ভালোবাসা!!!

নাম তাহার ‘শেখ মুজিব’
যাহার অস্তিত্বে;
সারা বাংলা আজ;
স্বাধীন ও সজীব!!!

About Author