কচুয়া সাচার ও পাথৈর ইউনিয়নে করোনার ১২০০ টিকা প্রদান করা সম্পন্ন হয়েছে - Amader Bangladesh
মোঃহারুনুর রশিদ-কচুয়া প্রতিনিধিঃ৮ই আগস্টচাঁদপুরের কচুয়া উপজেলায় সারা দেশের ন্যায় সাচার ও পাথৈর ইউনিয়নে  ক্যাম্পনের মাধ্যমে প্রায় ১২০০শত চিনোফার্মার গনটিকার প্রথম ডোজ প্রদান সম্পন্ন হয়েছে ।
প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ৬০০শত গনটিকা ক্যাম্পেন করে,ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে,রেজিস্ট্রার আকারে তালিকা করে, সরকারি ভাবে বিনামূল্যে প্রথম ডোজ প্রদান করেন সরকার।
ক্যাম্পেনে টিকা প্রদান করেন স্বাস্থ্যকর্মকর্তা নাসিমা আক্তার,আব্দুল আলিম(আব্দুল্লাহ), কামরুজ্জামান নাসির, রুজিনা আক্তার
এ সময় গনটিকা ক্যাম্পেন পরিদর্শন করেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,২নং পাথৈর ইউনিয়ন চেয়ারম্যান মোঃমোস্তাফিজুর রহমান জুয়েল,চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উপ-প্রচার সম্পাদক মোঃকামাল পারভেজ মিয়াজী,প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
এ সময় সাচার ইউনিয়ন চেয়ারম্যান মোঃমনির হোসেন,উপজেলা যুবলীগের সদস্য বাবুল ভূইয়াসহ অন্যান্যরা বিনামূল্যের টিকা গ্রহণ করেন।

About Author