প্রথম বাংলাদেশী হিসেবে এশিয়া টেকনোলজি ইনস্টিটিউট অব ইন্দোনেশিয়ার সি,এ হলেন কুমিল্লার কৃতি সন্তান তাহসিনুল ইসলাম সাব্বির - Amader Bangladesh

বাংলাদেশের টেকনোলজি জগতে নতুন সম্তবনাময়ী একনাম বয়স মাত্র ১৯। এত অল্প বয়সেই নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন এশিয়ার অন্যতম টেকনোলজি কোম্পানি “এশিয়া টেকনোলজি ইনস্টিটিউট অব ইন্দোনেশিয়ার ১৩১ দেশের শাখার মধ্যে ৩য় স্থান অধিকার করেন “বাংলাদেশ স্টুডেন্ট হেল্প এসোসিয়েশন” এর স্বপ্ন সারথী তাহসিনুল ইসলাম সাব্বির।

এই অল্প বয়সেই উদ্দোক্তা হিসেবে গড়ে তুলেছেন একটি আইটি প্রতিষ্ঠান “আদর্শ আইটি লার্নিং ইনিস্টিউট” যেখানে ইতিমধ্যেই কাজ করছেন শত-শত যুবক।

তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার “আদর্শ আইটি লার্নিং ইনিস্টিউট” এর মাধ্যমে দেশের তরুণদের আইটিতে দক্ষ করে
ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।

About Author