জীবননগরে দূর্বত্তদের দেওয়া আগুনে ৮ লাখ টাকার কাঠ পুড়ে ছাই - Amader Bangladesh
জাহিদ  হাসান  জীবননগর,(চুয়াডাঙ্গা):- চুয়াডাঙ্গার জীবননগর বাজারের একটি কাঠগোলায় রহস্যজনক দূর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় ৮ লাখ টাকার কাঠ পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি শুক্রবার (৫ ই মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে সংঘটিত হয়েছে।ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা কাঠগোলায় পেট্রোল ঢেলে দিয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের নামে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।জীবননগর পৌর শহরের বদর উদ্দিন বদে বাজারের হাসপাতাল সড়কের পাশের্^ ফাঁকা স্থানে কাঠ রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। এ অবস্থায় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রত্যক্ষদর্শীরা হঠাৎ কাঠগোলায় আগুন জ¦লে উঠতে দেখেন। পরবর্তীতে এলাকাবাসী ও স্থানীয় ফাঁয়ার সার্ভিস কর্মিরা যৌথ ভাবে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। কিন্তু ততক্ষণে প্রায় ৮ লাখ টাকার কাঠ পুড়ে গিয়ে ব্যাপক ভাবে ক্ষতি সাধন হয়। শনিবার সকালে জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্থ কাঠ ব্যবসায়ী বদর উদ্দিন বদে বলেন,অজ্ঞাত দুর্বৃত্তরা শুক্রবার দিনগত রাতের আধারে কাঠ গোলায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। শুধু কাঠই নয়,কাঠগোলার অন্যান্য আসবাবপত্র ও হিসাব-নিকাশের খাতা খতিয়ান পর্যন্ত পুঁড়ে ছাই হয়ে গেছে।জীবননগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খালিদ হাসান ঘটনার সতত্যা স্বীকার করে বলেন,ঘটনার পর পরই ফায়ার সার্ভিস কর্মি ও এলাকাবাসীর ঘন্টাব্যাপী যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়।জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

About Author