চুয়াডাঙ্গার দর্শনায় পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং চরম দুর্ভোগে জনগণ - Amader Bangladesh

শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানকে সামনে রেখে সরকার যখন সোচ্চার। সরকার যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেক গ্রামগঞ্জে বিদ্যুৎ নিশ্চিত করছে এবং বিদুতের কোনো ঘাটতি নেই বললেই চলে। কিন্তু দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ হিসেবে শামীম উদ্দীনের যোগদানের পর থেকে  বিদুৎর ভেলকিবাজি শুরু হয়েছে। এ ভেলকিবাজিতে দর্শনাসহ তার পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। এছাড়া দফায় দফায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের কারণে ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

গুরুত্বপূর্ণ শহর দর্শনায় দীর্ঘদিন ধরে চলছে লোডশেডিং। এ লোডশেডিংয়ের মাত্রা এতই বেশি যে, কোনো কারণ ছাড়াই দিনের বেলায় ৪-৫ ঘণ্টা এবং সন্ধ্যা নামার পর থেকে এর মাত্রা আরো বেড়ে যায়। এ কারণে গোটা শহরে সৃষ্টি হয় ভুকুড়ে অবস্থা। বিদ্যুৎ না থাকার কারণে চরমভাবে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। যতই দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে পল্লী বিদুতের লোডশেডিংয়ের মাত্রা। ফলে অসহনীয় লোডশেডিংয়ের বিরুদ্ধে ফুঁসে উঠছেন স্থানীয় জনগণ।

দর্শনার ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা জানান, ইতিপূৃর্বে এমন লোডশেডিং দেখা যায়নি। কিন্তু গত ৩-৪ মাস ধরে বিদুতের ভেলকিবাজিতে দর্শনাসহ আশপাশের মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। লোডশেডিং কমিয়ে দর্শনায় নিরবছিন্ন বিদ্যুৎ সরবারহের দাবি তুলেছেন দর্শনাবাসী।

এ বিষয়ে দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ (এজিএম) শামীম উদ্দীন বলেন, বর্ষার সময় লাইনের সমস্যা আছে তাই লোডশেডিং হচ্ছে। আগের মতো রাত ১২টা-১টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে না। তবে আগের থেকে লোডশেডিং এখন কম। বর্ষা গেলে লাইন মেরামত করলে লোডশেডিং কিছুটা কমবে।

About Author