জীবননগরে র‍্যাবের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৩ জন - Amader Bangladesh

জাহিদ  হাসান  জীবননগর চুয়াডাঙ্গা  : চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ৪৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারপূর্বক তা জব্দ করেছে ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পৃথক এই অভিযানে তাদের হাতে আটক হয়েছে তিন মাদক কারবারি। আটককৃতরা হলো, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের খানপাড়ার আব্দুল সাত্তারের ছেলে শাহজাহান খান (৪৫), সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাসুম (২৬) এবং একই ইউনিয়নের গয়েশপুর গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে ইদবারী হোসেন (৫৫)। সোমবার (৪ঠা জুলাই) দুপুরে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে শাহজাহান খান নামের এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল। রবিবার (৩রা জুলাই) রাত সাড়ে ৯টার সময় একই ক্যাম্পের র‌্যাব সদস্যরা জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ১০৮ বোতল ফেন্সিডিলসহ মাসুম নামের একজনকে আটক করেন। এছাড়া রবিবার রাত ১০টার সময় জীবননগর উপজেলার পেয়ারাতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮১ বোতল ফেন্সিডিলসহ ইদবারী হোসেনকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিদের জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

About Author