মনোহরদীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী উপহার - Amader Bangladesh

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘খালিয়া বাইদ দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন’।

শনিবার (২৩ মে) মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামে ১২০টি পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই এবং সাবান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামাজিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মোবারক হোসেন খান, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণকালে অতিথিবৃন্দ সংগঠনের সাফল্য কামনা করে বলেন, ‘অরাজনৈতিক সামাজিক এই সংগঠনটি উক্ত গ্রামের দরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।’

এসময় সংগঠন টির সভাপতি, জাহাঙ্গীর হোসেন উপস্থিত অতিথি ও সম্মানিত মেহমানদের (ঈদ সামগ্রী গ্রহিতা) সাথে সংগঠনের কমিটিদের পরিচয় করিয়ে দেন এবং এর উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

এছাড়াও তিনি ডোনারদের উদার মনমানসিকতা, প্রবাসী ভাইদের অকৃত্রিম সাহায্যের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনারা দেশের এই সময়ে সচেতন হউন। সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।

About Author