দ্রব্যমূল্য উর্দ্ধ গতির প্রতিবাদে উথলীতে বিএনপি'র লিফলেট বিতরণ - Amader Bangladesh

 জাহিদ  হাসান  চুয়াডাঙ্গা  : চাল ডাল তেল পিয়াজ গুড়া দুধ  সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর  দাম ঊর্ধ্বগতি হাওয়াই চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার  উথলী বাজারে বিএনপির কর্মসূচি  ও লিফলেট বিতরণ।   সোমবার  ২১শে মার্চ সকালে  উথলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে উথলি বাস স্ট্যান্ড এক দোকানদারের হাতে লিফলেট তুলে দেন জীবননগর উপজেলার উথলী   ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। এবং এই পরিস্থিতি মোকাবেলায়  দেশবাসীকে  রাজপথে নামার  আহবান  জানানো হয় । সময় উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক  মেজবাহউদ্দিন জাহিদ। সিনিয়র বিএনপি নেতা ইউনুস আলী।

 

এছাড়া  উপস্থিত ছিলেন  উথলী ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা জহিরুল হক ঝন্টু।  মাহাতাব উদ্দিন বিশ্বাস, ইউনিয়ন বিএনপি নেতা ঝান্টু, গনি,  স্বপন, বকুল। উথলী  নাজমুল হোসাইন। উথলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত খান  সিনিয়র সহ-সভাপতি আমিন খান। সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক নাঈম হোসেন সহ বিএনপি’র  অন‍্যান‍্য নেতাকর্মী।

লিফলেটে অতীত ও বর্তমান বিভিন্ন পরিসংখ্যানে দেশবাসীর উদ্দেশ্যে   বলা  হয়,  হরিলুট টাকা পাচার সহ সীমাহীন দূর্নীতির মাধ্যমে জাতীয় অর্থনীতির ভয়াবহ ক্ষতি করে দফায় দফায় জ্বালানি গ্যাস জ্বালানি তেল পানিসহ নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে ক্ষমতাসীন  সরকার। এই বৃদ্ধির চেইন রিঅ্যাকশন হিসাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম হুহু করে বাড়ছে। এর সাথে সংযুক্ত গাড়ি ভাড়া বাড়ি ভাড়া  সহ জীবনযাত্রার ব্যয় বেড়েছে পাল্লা দিয়ে। ক্ষমতাসীন দলের গুটিকয়েক মানুষ তারা কষ্টে দিনকাল কাটাতে হচ্ছে সাধারণ মানুষের। অভাবের তাপমাত্রা এত বেশি যে মা সন্তানকে বিক্রি করছে কেউবা আত্মহত্যা করছে। এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলা করতে দেশবাসীকে রাজপথে নামার জন্য আহ্বান জানাচ্ছে।

About Author