জীবননগর জোর করে মাদক ব্যবসায় প্রস্তাব,সাড়া না দেয়ায় যুবককে নির্যাতন - Amader Bangladesh
জাহিদ  হাসান  (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামের এক যুবক মাদক ব্যবসায় প্রস্তাব, রাজি না হওয়ায় ব্যবসায়ীদের নির্যাতনের শিকার হয়েছে জামাল উদ্দিন (৩৫)।অভিযোগ মাদক ব্যবসায়ীরা কৌশল হিসাবে তার নিকট পাওনা টাকার দাবীতে সোমবার বিকালে এক মাদক ব্যবসায়ীর হামলার শিকার হয়েছে।এ ঘটনায় সমাজে বিচার না পেয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের আব্দুল জলিলের ছেলে জামাল উদ্দিন(৩৫) বলেন,আমার শ্বশুর বাড়ী ভারতে বাগানপাড়া গ্রামে। এই সুযোগকে কাজে লাগাতে আমাদের গ্রামের হাফিজুলের ছেলে মহাসিন(৪০) ও আয়নাল মন্ডলের ছেলে সোহরাব(৪৫) এবং ধোপাখালী বেপারীপাড়ার নুর উদ্দিনের ছেলে শামীম আমাকে প্রস্তাব দেয় যে,তাদের সাথে আমাকে ফেনসিডিল ও গাঁজার ব্যবসা করতে হবে।
তারা আমাকে বলে তোর শ্বশুর বাড়ী ইন্ডিয়ায়,তুই শুধু আমাদের মালগুলো নিরাপদে রাখার ব্যবস্থা করবি,আর সময় মত মালগুলো জায়গা মত পৌছে দিবি। কিন্তু আমি তাদের প্রস্তাবে রাজি না হলে তারা বলে ঠিক আছে ব্যবসা করা লাগবে না। তবে আমরা যা বলেছি তা কোথাও বলবি না,আর যদি বলিস তাহলে খবর আছে।কিন্তু আমি ঘটনার বিষয়টি গোপন রাখতে না পেরে কয়েক দিনের মাথায় ব্যাপারটি এলাকার বেশ কিছু লোকজনের নিকট বলে ফেলি।এতে তারা আমার ওপর তেলে-বেগুনে জ্বলে ওঠে। তারা আমাকে সাথে সাথে কিছু না বললেও তারা আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অভিযোগ তোলে যে,তারা আমার কাছে নাকি টাকা পায়। এই ঘটনায় আমি প্রতিবাদ করলে মহাসিন সোমবার বিকালে আমাকে ধরে মারপিট করে আমার নিক থাকা সাড়ে ১২ হাজার টাকা কেড়ে নেয়। এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।এ ব্যাপারে কালা গ্রামের সলেমান বলেন,ঘটনাটি আমার জানামতে পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধ। তবে কিসের পাওনা টাকা সেটা আমার জানা নেই।এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইদবারী মন্ডল বলেন,ঘটনার বিষয়ে আমি কোন কিছু জানি না। আমাকে কোনপক্ষ কোন কিছু বলেনি। তবে খোঁজ নিয়ে দেখছি।জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

About Author