জীবননগর উথলী ডিগ্রী কলেজে রাতের আঁধারে প্রায় ১ লক্ষাধিক নগদ অর্থ চুরি - Amader Bangladesh
জাহিদ  হাসান ,জীবননগর(চুয়াডাঙ্গা):  চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ডিগ্রী কলেজে রাতের আঁধারে প্রায় ১ লক্ষাধিক নগদ অর্থ চুরি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আধারে হানা দিয়ে কলেজের প্রধান গেটের হ্যাজবোল্ড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কম্পিউটার,ল্যাপটপ,মোবাইল ফোন চুরি না করে শুধুমাত্র অফিসে থাকা নগদ টাকা প্রায় এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) গভীর রাতে সংঘটিত হয়েছে। রহস্যজনক এ চুরির ঘটনায় সন্দেহের তীর কলেজের গার্ড রকির দিকে।
এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
উথলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন বলেন,আমরা প্রতিদিনের মত মঙ্গলবার বিকাল তিনটার দিকে কলেজের কাজ শেষ করে বাসায় ফিরে যাই। বুধবার সকাল নয়টার দিকে কলেজের অফিস সহায়ক সোহেল রানা আমাকে মোবাইল ফোনে আমাকে জানায় যে,কলেজের মেইন গেট হ্যাজবোল্ড,অফিস রুমের হ্যাজবোল্ড এবং অধ্যক্ষের অফিস কক্ষের হ্যাজবোল্ড ভাঙ্গা। আমি তো ঘটনা শুনে হতবাক। আমি দ্রুত কলেজে উপস্থিত ঘটনার সত্যততা পাই। দেখা যায় কলেজের অফিসের চারটি আলমারি ও ফাইল ক্যাবিনেট রাখা প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র তছনছ করা এবং ফাইল ক্যাবিনেটের ভিতরে রাখা আমার ব্যক্তিগত ৯০ হাজার টাকা ও অফিসের আরো ৭০০ টাকা অজ্ঞাত দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর পরই থানা পুলিশ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা কলেজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জীবননগর থানার সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন,ঘটনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করি। চুরির ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। নাইটগার্ড ঘটনার সময় কলেজে থাকা সত্বেও কলেজের মেইন গেটসহ অধ্যক্ষ,অফিস সহকারীর অফিসের হ্যাজবোল্ড ভেঙ্গে অফিস থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে গেল,কিন্তু নাইটগার্ড রকি তার কোন কিছুই বলতে পারে না। অন্যদিকে কলেজে বেশ কয়েকটি মোবাইল,ল্যাপটপ ও কম্পিউটার থাকলেও তা চুরি হয়নি। ফলে চুরির ঘটনাটি রহস্যজনক বলেই মনে হচ্ছে। তদন্ত চলছে,দেখা যাক কি হয়।

About Author