কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঘরমুখী মানুষের স্রোত - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এজন্য ঘরে ফেরা যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে।

আজ শনিবার সকাল থেকেই কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌরুটে ঘরমুখী মানুষের স্রোত দেখো গেছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে ঘাটে এসে বিপাকে পড়ছেন যাত্রীরা। কেউ হেঁটে আবার কেউ ছোট যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে ছুটছেন।

তবে ঈদের ছুটিতে প্রাইভেট কার বা যেকোনো ব্যক্তিগত পরিবহন চলাফেরাসহ বেশকিছু পদক্ষেপ শিথিল করায় ঘরমুখী মানুষের সংখ্যা বেড়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরিযোগে নদী পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, গত তিনদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় এ নৌ রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১৩টি ফেরি চালু করা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন।

About Author