করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক :  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত দেশে ২২ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ১৫ হাজার ৪৯৪ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৮০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রামে ৭৫, রাজশাহীতে ১৬, খুলনায় ৩৬, বরিশালে ২০, সিলেটে ১৬, রংপুরে ৮ এবং ময়মনসিংহের ৮ জন। এ ছাড়া মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১১০ জন নারী।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

  

About Author