৬৫টি বিদ্যালয় উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী - Amader Bangladesh
মোঃ আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৬৫ টি সকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন এবং ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪টি উপজেলায় উদ্বোধনকৃত গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনসহ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও ১৫টি ভবনের ভিত্তি স্থাপন করেন মন্ত্রী।
রোববার ২৪ এপ্রিল জেলা শহরের গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধন ও ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ৪৩ শিবগঞ্জ -১ আসন, মাননীয় সংসদ সদস্য ৩৩৮ সংরক্ষিত মহিলা আসন জনাব ফেরদৌসী ইসলাম জেসি, জেলা পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব বিপিএম, পিপিএম ( বার ), জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জনাব মুঃ জিয়াউর রহমান, জেলা আঃ লীগের সাধারন সম্পাদক ও সাবেক মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল ওদুদ বিশ্বাস, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ ওরাঁও, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দন কর, নির্বাহী প্রকৌশলী এলজিইডি সদর দপ্তর ঢাকা জনাব অহেদুজ্জামান, এলজিইডি নির্বাহী মোজাহার হোসেন প্রমানিক, সদর উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিফিনের ব্যবস্থাসহ শিক্ষার্থীরা যাতে স্কুলে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে, সেই লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে প্রতিটি স্কুলে টিফিন দেওয়ার ব্যবস্থা করছি বলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

About Author