সাপাহারে ফের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ টি ঘর পাচ্ছেন গৃহহীনরা - Amader Bangladesh

হারুনুর রশিদ,   সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪৫টি গৃহ পাচ্ছেন গৃহহীনরা।মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঈদ উপহার হিসেবে আশ্রয়ন ২ প্রকল্পের ৩য় পর্যায়ে ভূমিহীন গৃহহীনদের মাঝে ৪৫ টি গৃহ প্রদানের শুভ উদ্বোধন করা হবে।  প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব কথা জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদের হলরুমে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, নতুন ঘরগুলো ২৬ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে একযোগে ভার্চুয়ালি উপস্থিত থেকে নতুন গৃহ প্রদানের শুভ উদ্বোধন করবেন।
এই উপজেলায় ১ম পর্যায়ে ১২০টি এবং ২য় পর্যায়ে ৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি সহ গৃহ প্রদান করা হয়েছে এবং আগমী ২৬ তারিখ ৩য় পর্যায়ে আরও ৪৫ টি পরিবারের মাঝে জমি সহ গৃহ প্রদান করা হবে।

উল্লেখ্য যে, গত ২৩ এপ্রিল আশ্রয়ণ প্রকল্পের ৪৫ টি নতুন ঘর পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার।

About Author