ভোলা জেলার বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ - Amader Bangladesh

আলী আজগর লোভী,( ভোলা জেলা) প্রতিনিধি, : ভোলা জেলার বিভিন্ন ইউনিয়নে সোমবার ১৪-৩-২০২২ইং ১০কেজি চাল বিতরণ করা হয়। শত শত পরিবার ১০টাকা কেজি চাল গ্ৰহন করেন। বিভিন্ন ইউনিয়নে সোমবার সকাল ৮ থেকে ১০টাকা কেজিতে চাল বিতরণ করা হয়। বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত লাগাতার চাল বিতরণ করা হয়। সন্ধ্যা ৬টায় চাল বিতরণ শেষ হয় বলে জানা যায়। এসময় বিভিন্ন ইউনিয়নে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিদর্শন করে বিভিন্ন ইউনিয়নে অনিয়ম এর কোন অভিযোগ পাওয়া যায় নাই। সব ইউনিয়ন পরিদর্শন শেষে চরফ্যাশন উপজেলার শশীভূষন থানাধীন জাহানপুর ইউনিয়নের পরিষদে পরিদর্শনের সময় কার্ড ধারী শত শত জনগণ সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে চাল গ্ৰহন করেন। এসময় কার্ড ধারী জনগণ কে কোন অনিয়ম এর কথা জিজ্ঞেস করা হলে কোন অনিয়ম নেই বলে কার্ড ধারী জনগণ মন্তব্য করেন। এসময় কার্ড ধারী জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তারা বলেন প্রধানমন্ত্রীর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আমরা অনেক অভাব অনটন এর ছিলাম। সরকার সঠিক সময়ে আমাদের চাল দিয়েছেন। কার্ডধারী জনগণ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির প্রশংসাও করেন। আমাদের ছেলে আমাদের সবসময় খোঁজ খবর রাখেন। ১০টাকা কেজিতে চাল পেয়ে কার্ড ধারী জনগণ আনন্দদিত ও উললাসিত। এসময় উপস্থিত ছিলেন জাহান পুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব নাজিম উদ্দিন হাওলাদার,জাহান পুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবলু, জাহান পুর ইউনিয়ন এর স্বেচ্ছাসেবক লীগ এর সহসভাপতি আলী আজগর লোভী।

উল্লেখ্য যে এসময় স্থানীয় চেয়ারম্যান, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যাতে কোন প্রকার অনিয়ম ও দুর্নীতি না হয়।

About Author