তুচ্ছ ঘটনায় বৃদ্ধের মৃত্যু - Amader Bangladesh
মোঃ আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ঝাংড়িপাড়ায় সজনে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের সমাধান করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মজনু আলী (৬৫) নামে এক বৃদ্ধ।
১৪ মার্চ ২০২২ সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঝাংড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আয়েশা বেওয়া জানান, সকালে বাড়ির পাশে প্রতিবেশী দানেশের সীমানায় একটি সজনে গাছের ডাল সোহেলের বাড়ির চালে আটকে ছিল। সেই ডালটি কাটতে যান সোহেল।
এসময় প্রথমে দানেশ ও পরে তার ভাই কায়েম সোহেলকে বাধা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সোহেলের ওপর চড়াও হন তারা।
এ সময় সোহেলের ফুফা মজনু আলী তার চাচাত ভাই দানেশ ও কায়েমকে বোঝাতে গেলে তর্কে জড়িয়ে পড়েন। পরে তারা রড ও লাঠিসোটা নিয়ে সোহেলকে মারতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে যান মজনু। এসময় দানেশ ও তাদের সহযোগীদের লাঠির আঘাতে গুরুতর জখম হন তিনি। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে সীমানা নিয়ে সোহেল ও দানেশের পরিবারকে নিয়ে একাধিকবার সালিশ হলেও এ ঘটনায় মৃত্যু খুবই দুঃখজনক।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী যোবায়ের আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About Author