ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

আজ বুধবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢামেক অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ।

সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসক ও অধ্যাপকদের দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আবুল কালাম আজাদ বলেন, কলেজে যেসব ছাত্র এমবিবিএস করছে, তাদের জন্য ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কলেজের সব অফিস খোলা থাকবে। তবে যারা চিকিৎসায় নিয়োজিত তাদের জন্য খোলা।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস সন্দেহে ঢামেক হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা সবাই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক।

About Author