বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : ১৪ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বেবিচকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবে। ওই দিন থেকে পরবর্তী ৯ দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত ফ্লাইট চলবে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বর গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

এদিকে করোনা মহামারি সংক্রমণের মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমানসহ দেশের বেসরকারি ইউএস-বাংলা ও নভোএয়ার। আজ মঙ্গলবার এই তিন এয়ারলাইন্সের পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে বেবিচক গত ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশনা জারি করে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মানুষের চলাচলের জন্য ফের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।

About Author