করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২২ জনের, নতুন শনাক্ত ২৩৮১ - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন, মৃত্যু হয়েছে ২২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৮১৬ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৩ হাজার ১০৪টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৪৩৯টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৩৮১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫৩৪ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৮১ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮১৬ জন। মোট সুস্থ হয়েছে ১০ হাজার ৫৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬৭২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।’

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৫৪৫ জন, মারা গেছে ৪০ জন। তার আগের দিন শনিবার করোনায় আক্রান্ত হয় ১ হাজার ৭৬৪ জন, মৃত্যু হয় ২৮ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

About Author