পারুল আকতার পান্না,
তারিখ – ২৪-৩-২০২৪ খ্রিষ্টাব্দ

আমার কারনেই দৈন্যতার সৃষ্টি,
আমার কারনেই বিষন্নতার বৃষ্টি।

আমি আপনের মাঝে’ই বিভেদের দেয়াল
আমি আমার আমিতে’ই অবিশ্বাসী ভয়াল।

আমি কখনো সরব, কখনো নিরব
কখনো ঘুর্নায়মান মহা বৈভব।

আমি কখনো বাদল, কখনো বৃষ্টি
কখনো মরু, কখনো অনাসৃষ্টি।

আমার আমিতেই কখনো অঝোর বারি
সেই স্রোতের স্রোতস্বিনী খড়কুটাহীন দিশাহারী।

কখনো হয়ে যাই বিবর্তিত নাগিনী
কখনো হয়ে যাই দিশাহারা মোহিনী।

তোমদের’ই তৈরিতে শত রঙের রংদারি
আমি তো ছিলাম এক রঙহীন আনাড়ী
তোমরাই আমাকে যেভাবে একেঁছো
সেভাবে’ই আমি সাজি……….
বিশ্ব ব্যাপিয়া তবু সালিশ কেনো, নালিশে রাখো কাজি?

About Author