মোঃ আব্দুল জব্বার রানিশংকৈল প্রতিনিধি(ঠাকুরগাঁও) ঠাকুরগাঁও রানিশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ফড়িংগাদিঘী সাঁতার পাড়া হিন্দু বস্তিতে আগুনে পুড়ে দুইটি পরিবারের সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আজ ২৫ মার্চ ২০২৩ ইং দিবাগত রাত ১০:১৫ ঘটিকায় উক্ত আগুন লাগে বলে স্থানীয়রা জানায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, দিনেশ রায়ের গোয়াল ঘরে মশার আক্রমণ থেকে গরু-ছাগলকে বাঁচাতে দিনেশের স্ত্রী গন্ডলি রায়(৩৫) গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দেন। সেই কয়লের আগুনেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন রাণীশংকৈল ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স স্টেশনের স্টেশন মাষ্টার নাসিম ইকবাল।
আগুনে দিনেশের শোয়ার ঘর, গোয়াল ঘর, রান্নাঘরসহ ঘরে থাকা যাবতীয় মালামাল এবং ৫ টি গরু ও ৩টি ছাগল পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকার মতো বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে বাহেরু রায়ের গোয়াল ঘর, রান্না ঘরসহ ৩ টি ঘর পুড়ে যায়। যাতে তার ২ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আগুন থেকে মালাসামানা বাঁচাতে গিয়ে দিনেশের স্ত্রীর শরীরের ডান পাশ আগুনে ঝলসে গিয়ে এবং মাথায় আঘাত লেগে মাথা ফেটে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। আহত গন্ডলি রায়কে চিকিৎসার জন্য অটো চার্জারযোগে ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
উক্ত ক্ষতিগ্রস্ত পরিবার দুটির মাঝে তৎক্ষনাৎ সরকারীভাবে কিংবা নেতৃত্ব পর্যায়ের কেউ শুকনো খাবার, কাপড়, নগদ টাকা সাহায্যের জন্য এগিয়ে না আসলেও দিনের বেলা সাহায্য নিয়ে অনেকে আসবেন বলে স্থানীয় উপস্থিত লোকজন আশা করছেন।

About Author