নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে চলা বিশেষ অভিযানে ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার থেকে আজ সোমবার পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিএমপির পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকেও এসব অভিযানে গ্রেপ্তারে করা হচ্ছে। এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল রোববার ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপি দাবি করেছে— গত ৩০ নভেম্বর রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত তাদের অন্তত ১ হাজার ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।