জাহিদ  হাসান  চুয়াডাঙ্গা  : চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা মাদক বিরোধী অভিযানে ১১১ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা সহ নাহিদ হাসান ১৯ কে গ্রেফতার করে দর্শনা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান কে দর্শনা থানাধীন দৌলদিয়া গ্রাম থেকে নাহিদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ হাসান বড়বড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশের  সূত্রে জানা যায় যে,  চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর বিপিএম সেবা এর দিক নির্দেশনায়   আমান উল্লাহ পুলিশ পরিদর্শক অপারেশন নিখিল চন্দ্র অধিকারী দের নেতৃত্বে এসআই নীতিশ বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ হাজার ১৯মার্চ রাত ২:১৫ দিকে দর্শনা থানা দিন বড় বলিয়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকারী নাহিদ হাসান  কে১১১ এক বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়  এবং উদ্ধারকৃত আলামত সহ তা জব্দ করা হয়।  এ ঘটনায় আরো দুই জন পলাতক রয়েছে। আল্লাহর পলাতক দুই জন ও নাহিদ  হাসানের নামে দর্শনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা  দায়ের করা হয়। এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারের জন্য চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

About Author