কলমে: পারুল আক্তার পান্না,
তুমি শুনতে পাচ্ছো কি??
আমার অজস্র আকুতি উত্তেজনা
জমিয়ে রাখা লুকানো মনের একান্ত গোপন কথা ,
কি এক অদৃশ্য মহা শক্তি যেন
দমিয়ে রেখেছে আমায়, যেন কোনো এক কঠিন দুর্লভ সিমেন্টের দেয়াল দেয়া রয়েছে হেথায়….
কোনো কথা’ই আমি ঠিকমত তোমাকে বলতে পারি’নি
শুধু চেয়ে থেকেছি অপলক নয়নে
বোঝাতে চেয়েছি
অপ্রকাশিত কথাগুলো
আর মনে মনে ভাবছি……
তুমি শুনতে পাচ্ছো কি??
বড় কষ্টে অভিমানে হৃদয়টা যেন
নীল হতে থাকে,
বিবর্ণ ধূসরতা ছেঁয়ে আছে
মলিন চাদরে ঢাকা
যেনো শক্তি নাই তাতে।
শুধু নিশ্চুপ থেকেছি যন্ত্রণার আড়ালে
আর না বলা কথার প্রহরে
অপেক্ষায় আছি
বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে
প্রবল ইচ্ছা শক্তি দিয়ে তোমায় ডাকছি….
তুমি শুনতে পাচ্ছো কি??
মন যে কোন বারণ মানে না
শত নিষেধেও তোমার মাঝে
খেলা করে…..
অদম্য ইচ্ছে শক্তি যেন
মিশে আছে তাতে
তোমারি আদলে থাকতে চায় মন
হাতে হাত রেখে দুরন্ত পথ পাড়ি দিতে চায় সর্বক্ষণ।
কি এক অসীম কুদরত তোমারি মাঝে
তোমারই খুশবু’তেই বিলীন হয়
সকাল সাঝে……
যোগাযোগের ব্যর্থতায় মৌন হাহাকার
সব কেন বলতে পারি না আমি…
এ যেন কবিতা’য় বেঁচে থাকা তুমি
চিৎকার করে বলছে হৃদয়……
তুমি শুনতে পাচ্ছো কি??
অপ্রকাশিত হৃদয় গুলো কি
এভাবেই হারাবে?
অশ্রু ভরা চোখ আর ভাঙচুর হৃদয়
কি বিষন্নতায় ছড়াবে?
তুমি হয়তো বলবে দূরে থাকা ভালো
তাহলে হৃদয়ে টান থাকে
আচ্ছা কখনো কি গুরুত্বহীন ছিলে কোন কালে?
সময়ের ব্যবধানে মনের অগোচরে….. কখনো কি?
তুমি শুনতে পাচ্ছো কি??
আমার না বলা কথাগুলো পড়ে থাকবে গহীন হৃদয়ে,
অযথা অভিমান পুষে কি লাভ বল
হৃদয় মাঝে আছো ঠিকই
রয়েছো দূরে ।
তারপরেও অবুঝ মন মাঝে মাঝে’ই জেগে ওঠে,
তোমার নিঃশ্বাসের গন্ধে যেন বেপরোয়া মেতে উঠে….
বড় জানতে চায় মন ব্যাকুল হ’য়ে
কেমন আছো তুমি?
বুকের ভিতর বিষন্নতার মেঘ নিয়ে
শুধু বলতে ইচ্ছে করে…
তোমাকে ভালোবাসি ভালোবাসি খু..উ..ব ভালোবাসি।
তুমি শুনতে পাচ্ছো কি??