নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সাতটি স্থানে আগামীকাল বৃহস্পতিবার থেকে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা শুরু হচ্ছে। এজন্য ডিএনসিসি এলাকায় সাতটি বুথ স্থাপন করা হয়েছে।
আজ বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এসব বুথে বেসরকারি সংস্থা ব্র্যাকের তত্ত্বাবধানে সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করা হবে। বুথে সংরক্ষিত সরকার নির্ধারিত ফরম সরাসরি পূরণ সাপেক্ষে চেকলিস্ট অনুযায়ী নির্বাচিত রোগীদের নমুনা সংগ্রহ করা হবে।
সাতটি বুথ হলো—
১. উত্তরা কমিউনিটি সেন্টার, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা।
২. ৪ নম্বরওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩।
৩. আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মধুবাগ, মগবাজার।
৪. ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসোধ সংলগ্ন, মাজার রোড, মিরপুর।
৫. সুচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা।
৬. ৩২৫ হাজী ইসমাইল দেওয়ান রোড, ইসমাইল দেওয়ান মহল্লা, আজমপুর, দক্ষিণখান, ঢাকা
৭. উত্তরখান জেনারেল হাসপাতাল, ফজিরবাতান, উত্তরখান, ঢাকা।