যাত্রী কমে যাওয়ায় বন্ধ হচ্ছে দুই ট্রেন - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : ‘আন্তঃনগর সোনার বাংলা’ এবং ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন দুটির চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। দেশব্যাপী  করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মূলত রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের অর্ধশতাধিক এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করার পর যাত্রী কমতে থাকায় এ দুটি ট্রেনের চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল শনিবার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর সোনার বাংলা এবং পরের দিন রোববার থেকে ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেসের চলাচল বন্ধ হবে।

দুই মাসের বেশি সাধারণ ছুটি শেষ হওয়ার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু করে। এখন পর্যন্ত শারীরিক দূরত্ব নিশ্চিত করে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে রেল চলছে। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় ফের অঞ্চল ভেদে বন্ধ হচ্ছে রেল চলাচল।

About Author