চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই নুর ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত - Amader Bangladesh
মোঃআশিকুর রহমান (পলাশ) ; চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই নুর ইসলাম গোদাগাড়ী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু। শুক্রবার ৪ই মার্চ রাতে ১২ টার দিকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আমনূরা সড়ক বিশ্বনাথপুর কাজীপাড়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। গোদাগাড়ী থানা পুলিশ ধারণা করছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত এসআই নূর ইসলাম (৪০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তিনি কর্মরত ছিলেন।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কামরুল ইসলাম দৈনিক স্বাধীন সংবাদ জেলা প্রতিনিধি সোহেল রানাকে জানান, ছুটিতে থাকার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন, পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তার মাথার হেলমেট ভেঙ্গে যায় এবং মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় রাস্তায় তিনি মারা যান। (ওসি) আরও জানান রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়ে ছিল এবং হেলমেটটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, তদের আত্মীয়-স্বজনরা ময়নাতদন্তের কোন অভিযোগ না করায় মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়াধীন। পরিবারের থেকে রাজপাড়া থানায় একটি ( ইউডি ) মামলা করছে বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোজাফফর হোসেন (ওসি) দৈনিক স্বাধীন সংবাদ জেলা প্রতিনিধি সোহেল রানাকে এসআই নুর ইসলামের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলে জানান, মৃত এসআই এর বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। তিনি আরও জানান, সদর মডেল থানার এসআই নুর ইসলামের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

About Author