গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত ৩৯০ এবং মারা গেছে ১০ - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং কমেছে শনাক্তের সংখ্যা।  আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৯০ জন এবং মারা গেছে ১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৭২ এবং মৃত্যু ১২০।

এর আগে গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয় ৪৩৪ জনের এবং মারা যায় ৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফেরেন দুজন।

উল্লেখ, দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

About Author