গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য চায় বিএনপি : মির্জা ফখরুল - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করতে সকল সম্প্রদায়ের অটুট ঐক্য চায় বিএনপি। আজ শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।

জন্মষ্টমী তিথির শেষ দিনে বিএনপির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারন্সে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন এবং হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।

চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকারের সভাপতিত্বে ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অমলেশ দাশ অপুর পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নিতাই রায় চৌধুরী, সুকোমল বড়ুয়া, জয়ন্ত কুমার কুন্ড, অপর্ণা রায়, রমেশ দত্ত, সুশীল বড়ুয়া, দেবাশীষ রায় মধু, কামাক্ষা চন্দ্র দাস, তরুণ দে, মিল্টন বৈদ্য, জয়দেব জয়, সুরঞ্জন ঘোষ বিশ্বনাথ সরকার, সুকৃতি মন্ডল, স্বাধীন কুন্ড, গণফোরামের সুব্রত চৌধুরী, রামকৃষ্ণ মিশনের পূর্নাধানন্দ, ইসকনের দ্বিজননি গৌরাঙ্গ দাস, বিজয় পান্ডে প্রমুখ।

 

 

মির্জা ফখরুল বলেন, সেই দেশে কখনই শান্তি আসবে না, কোনো সম্প্রদায়ের মানুষই নিরাপদে থাকবে না, কোনো ব্যক্তি নিরাপদ থাকবে না যতক্ষণ না সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আজকে গণতন্ত্র অনুপস্থিত। আমাদের ভোটাধিকার হরণ করেছে, আমাদের বেঁচে থাকার অধিকার হরণ করেছে এবং তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় টিকে থাকার জন্য একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করার জন্য আজকে মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছে এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আসুন এখন আমাদের যেটা প্রয়োজন, সেই প্রয়োজন হচ্ছে আমাদের অটুট ঐক্য। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানসহ সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেই অধিকার, যে অধিকারের জন্য আমরা একাত্তরে যুদ্ধ করেছিলাম সেই অধিকার প্রতিষ্ঠিত করা, আমাদের স্বাধীনতার অধিকার, আমাদের সার্বভৌমত্বে অধিকার, গণতন্ত্রের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আমাদের ভাই যাদের আমরা নিজস্ব ভাই মনে করি তাদের ওপর অত্যাচার হয়েছে, তাদের মন্দিরে আক্রমণ হয়েছে, তাদের উপাসানালয়ে আক্রমণ হয়েছে। এটা শুধু হিন্দু সম্প্রদায় নয়, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ওপরে আক্রমণ হয়েছে সমানভাবে। এটাই হচ্ছে বাস্তবতা।

তিনি বলেন, শ্রীকৃষ্ণের যে জন্ম হয়েছিল, তার যে আর্বিভাব হয়েছিল মূলত অন্ধকার থেকে আলো পথে নিয়ে যাওয়ার জন্য মানবগোষ্ঠিকে। একই সময়ে সমগ্র মানবজাতির উপরে শোষকরা অত্যাচারের মাধ্যমে মানুষের যে অধিকার হরণ করছিল তারা সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে, আজকে এখানে অনেকে বলেছেন এই অবস্থার সঙ্গে শ্রীকৃষ্ণের যে আবির্ভাব বা জন্ম তার সঙ্গে বহুলাংশে মিল আছে।

এসময় তিনি দল ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানান।

About Author