কাল-পরশু হতে পারে কালবৈশাখি - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার এবং পরের দিন শনিবার কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার এ তথ্য জানান আবহাওয়াবিদ আব্দুল মান্নান।

আব্দুল মান্নান জানান, আগামী দুদিন দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী বয়ে যাবে। তবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ বিকেলের কালবৈশাখী শুধু রাজধানীতেই নয়, পাশের জেলা টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লার ওপর দিয়ে বয়ে গেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিজলী চমকানো এবং অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই আবহাওয়াবিদ বলেন, ‘কালবৈশাখীর মৌসুম চলছে। এখন বৈশাখের ১০ তারিখ। এমন সময়ে দেশের যেকোনো জায়গায় ঝড়-বৃষ্টি হবে।’

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম-মেঘালয়-ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে।

তবে চলতি এপ্রিল মাসে কোনো সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদরা।

এ দিকে আজ বিকেলে প্রায় ২০ মিনিট ধরে ভারী বৃষ্টি ও বজ্রঝড় বয়ে যায়। এ সময় ঢাকায় ৪৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, বজ্রবৃষ্টির সময় বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।

About Author