করোনা মোকাবিলা কঠোর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : ব্যবসা-বাণিজ্য, দোকান, শপিংমল সীমিত পরিসরে খুলে দেওয়ার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কিনাÑ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, এ নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা

হয়েছে, সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। বিশেষভাবে সরকার কিছু কিছু জায়গা খুলে করে দিয়েছে। এখানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। পাশাপাশি জনসাধরণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, মন্ত্রিসভা থেকে সর্বসাধারণের কাছে আহ্বান জানানো হয়েছে যে সরকারি দায়িত্বে যারা আছেন তারা স্ট্রিক্ট ভিউতে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে, সেটা যথাসাধ্য প্রয়োগ করতে হবে।

About Author