করোনায় দাম বাড়ছে চালের - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : বাজারে মোটা ও চিকন চালের দাম বাড়তির দিকে। মান ও প্রকারভেদে এক সপ্তাহের ব্যবধানে বস্তায় (৫০ কেজি) বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। সুগন্ধি চালের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ছে অন্যান্য পণ্যেরও। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় অনেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি করে কিনে রাখছেন। আর এ সুযোগে বিক্রেতারাও দাম বাড়িয়ে দিচ্ছেন।

কারওয়ানবাজারে এক সপ্তাহ আগে জিরাশাইল সেদ্ধ চাল বিক্রি হয়েছিল বস্তাপ্রতি ২ হাজার ১০০ টাকায়। এখন তা বেড়ে হয়েছে ২ হাজার ৩০০ টাকা। এ ছাড়া মিনিকেট বস্তাপ্রতি ২৫০ টাকা বেড়ে ১ হাজার ৭৫০, স্বর্ণা ১৩০ টাকা বেড়ে ১ হাজার ৪৮০, মোটা ২৫০ টাকা বেড়ে ১ হাজার ২৫০, গুটি ১০০ টাকা বেড়ে ১ হাজার ৩৫০, বাসমতী ২০০ টাকা বেড়ে বস্তাপ্রতি ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। চালের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে সরবারহ কম বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।

কারওয়ানবাজারের ব্যবসায়ী মিজান মাহমুদ বলেন, ‘মিলগেট থেকে চালের সরবারহ কমে গেছে। এ ছাড়া গত একসপ্তাহ ধরে অন্যান্য দিনের চেয়ে বিক্রিও বেড়ে গেছে অনেক বেশি। তাই এখন দ্রুত সময়ে বাড়তি দামে এবং পরিবহন খরচ বেশি দিয়ে চাল আনতে হচ্ছে।’

About Author