শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ” হেভেনওয়ার্ক ফাউন্ডেশন” - Amader Bangladesh
মোঃ রিফাত হোসেন (বগুড়া জেলা প্রতিনিধি): উত্তরাঞ্চলের জনপদে দিন দিন শীতের প্রকোপ বেড়েই চলছে। হিমালয়ের পাদদেশীয় এ জনপদে এবার শীত বাড়তে পারে বলে আগেই ধারণা করা হয়েছে। এছাড়াও একাধিক শৈত্য প্রবাহের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে দেখা দিচ্ছে নানা রোগব্যাধিও। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ উত্তরাঞ্চলের প্রতিটি হাসপাতালেই প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। যার মধ্যে নারী-শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি দেখা গেছে।
তবে শীত মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই শীতবস্ত্র বরাদ্দ দেওয়া হলেও তা চাহিদার তুলনায় খুবেই কম। আবার কয়েক ধাপের ইউপি নির্বাচনের কারণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করাও সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট সুত্র। এতে করে চরম দুর্ভোগে পড়েছে হতদরিদ্র, চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি বগুড়া সদর উপজেলার ভান্ডারী পাড়ায় অবস্থিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘Heavenwork Foundation’ ছিন্নমূল দরিদ্র-অসহায় মানুষদের খুঁজে খুঁজে তাদের শীত লাগবের চেষ্টা করে বেড়াচ্ছেন।
সম্প্রতি হেভেনওয়ার্ক ফাউন্ডেশনের কার্যক্রম দেখতে গেলে দেখা যায় নামুজা ইউনিয়নের পাল্লাপাড়া গ্রামে গভীর রাতে এক বৃদ্ধা শীতে কাতরাচ্ছিল সে সময় তার গায়ে কম্বল জরিয়ে দেন হেভেনওয়ার্ক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক। সেই বৃদ্ধা বলেন “বাবা খুব শীত পড়ছে, হামার এই টিনের ঘরত থাকতে মেলা কষ্ট হয়। হামার তো লেপও নাই, আর লেপ কিনম কেমনে, হামার বেটা মানসের বাড়িত কামলা দিয়ে যে টেকা পায় তাদিয়ে দিন আনা দিন খাওয়া হয়। এই ঠান্ডাত কম্বল পায়া ভালোই হলো, আল্লাহ তোমাকেরে ভালো করুক।”
হেভেনওয়ার্ক ফাউন্ডেশনের সভাপতি  ডা:মোঃ রাকিব হাসান ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে জানান, মানুষ মানুষের জন্য এটাই স্বাভাবিক।আমরা হেভেনওয়ার্ক ফাউন্ডেশনের সকল সদস্যগন নিরন্তর প্রচেষ্টা করে শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে তাদের শীত লাগব করার চেষ্টা করছি। এ পর্যন্ত হেভেনওয়ার্ক ফাউন্ডেশনের সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও দাতাগণের সহযোগিতায় ৭০ পিস শীতবস্ত্র বিতরণ করেছি।এসব কাজে মূল্যবান সময় ব্যায় হলেও, দরিদ্র-অসহায় মানুষদের সাহায্য করার মাঝে সবার দোয়া, ভালোবাসা ও আনন্দ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হেভেনওয়ার্ক ফাউন্ডেশনের সম্পাদক মোঃ তোরাব আলি, কোষাধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম নিরব, মোঃ নূরনবী, মোঃ রিফাত হোসেন, মোঃ শুভ ইসলাম সহ দাতা সদস্যগন ও প্রতিনিধিগণ।আরো উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত আওয়াজ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক এম ফাহিম ফয়সাল
তবে শীতবস্ত্র বিতরণ ছাড়াও দাতা’গনের সহযোগীতায় হেভেনওয়ার্ক ফাউন্ডেশন সক্রিয় দরিদ্র, নিম্ন/নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য সুদমুক্ত ঋণ প্রদান,দরিদ্র ও অসহায় মানুষ, দরিদ্র ও মেধাবী ছাত্র, দরিদ্র এতিমদের আর্থিক সহায়তা প্রদান,দরিদ্র মেয়েদের বিয়ের সময় আর্থিক সহায়তা প্রদান,যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা প্রদান,”যাকাত” সংগ্রহ এবং নির্ধারিত খাতে বিতরণ করা,প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা প্রদান,যেকোনো পাবলিক ও সামাজিক পরিষেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে ‘হেভেনওয়ার্ক ফাউন্ডেশন’ উত্তরাঞ্চলে বিভিন্ন ভাবে অবদান রাখছেন।

About Author