মুগদায় ছিনতাইকালে লিপা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইকারীর হাতে তারিনা বেগম লিপা হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইকারীর হাতে তারিনা বেগম লিপা হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আজ রোববার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার।

জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি সিলেটের গোলাম কিবরিয়া ও তার স্ত্রী লিপা দুই সন্তানসহ কমলাপুর রেলস্টেশনে যাওয়ার সময় ছিনতাইকারীদের একটি চক্র লিপার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত লিপার স্বামী বলেন, ‘বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ায় মন ফ্রেশ করতে স্ত্রী-সন্তানসহ সিলেট থেকে রাজধানীতে বেড়াতে এসেছিলাম। ফেরার পথে ছিনতাইকারীরা লিপার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে লিপা আমাদের ছেড়ে চলে গেল। ছিনতাইকারী রিকশা দাঁড় করিয়ে ব্যাগ নিয়ে যেত, অথবা ব্যাগটা ছেড়ে দেওয়ার সুযোগ দিত। তা না করে মেরে ফেলল কেন! ওই ব্যাগে তো তেমন কিছুই ছিল না। চাইলে ও (লিপা) এমনিতেই দিয়ে দিত।’

About Author