মাত্র তিন মাসে মংলা ব্লাড ফাউন্ডেশন সাধারণ মানুষের মুখে মুখে - Amader Bangladesh

বাণিজ্যিক শহর মোংলা বন্দরে মাত্র তিন মাস সময়ে মধ্যে সক্রিয় অবস্থান করছে মোংলা ব্লাড ফাউন্ডেশন।যদি হই রক্তদাতা”জয় করবো মানবতা এই স্লোগানকে সামনে রেখে গরিব অসহায় রোগীদের রক্তের অভাবে যেকোনো সময় ঝাঁপিয়ে পড়ছে তারা ।কোন রোগী যাতে রক্তের অভাবে মারা না যায় সেই লক্ষ্য নিয়ে দিনরাত পরিশ্রম করে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছে।গত ২ এ সেপ্টেম্বর ২০২২ সংগঠিত হয় মোংলা ব্লাড ফাউন্ডেশন । এরি মধ্যে মাত্র তিন মাস সময় ৫২৩ব্যগ এর উপরে ব্লাড দেওয়া হয় এ সংগঠন থেকে। এই সংগঠন এর (সভাপতি) মো ইমরান আহম্মেদ ইমন (সহ সভাপতি )মনিরুল ইসলাম মনি (সাধারন সম্পাদক)মো আরিফুল ইসলাম (সংগঠনিক সম্পাদক)আবু তালহা ইমন (প্রচার সম্পাদক) হাসান মাসুদ এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করতেছে মো হোসাইন আদনান সাআদ ।বিভিন্ন সময়ে তারা গরিব অসহায় মানুষদের সাহায্য করা হয় এই সংগঠন থেকে। সংগঠনের সাথে জড়িত আছেন বাগেরহাট জেলা প্রশাসক মো: আজিজুর রহমান। মোংলা উপজেলা টিএনও মো দীপংকর দাশ এবং মোংলা পৌর মেয়র মোঃ আব্দুর রহমান এবং সিনি: সহকারী পুলিশ সুপার এবং সংগঠনের উপদেষ্টা মো আসিফ ইকবাল। সকলের এর একাত্ততার ডাকে সাড়া দিচ্ছে মোংলার সাধারণ জনগণ । মোংলা ব্লাড ফাউন্ডেশনের সঙ্গে কাজ করে তারাও গর্বিত। সাধারণ কলেজ ছাত্র-ছাত্রী মাধ্যমে শুরু হয় এই ব্লাড ফাউন্ডেশন সকলের দোয়া ও ভালোবাসা এই ব্লাড ফাউন্ডেশন মংলা বন্দরে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই সকলের কাছে বিনীত আবেদন এই যে সকলে মোংলা ব্লাড ফাউন্ডেশনের সঙ্গে নিজেকে সংযুক্ত করে মোংলা ব্লাড ফাউন্ডেশনের আগামীর পথচলাতে সহজ করে তুলুন

About Author