বাদীকে গুম-খুনের হুমকি দিয়ে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম - Amader Bangladesh

ভবন নির্মাণের বাঁধাদান ও মারপিটের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি : ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি সবুজ ছাতার গলি,দিঘির পার একটি ১০ তলা ভবন নির্মাণের কাজে বাধার ধানের ঘটনাকে কেন্দ্র করে দায়ের কি তো মামলার বাঁদিকে গুম খুনের হুমকি দিয়ে ১০ দিনের মধ্য মামলা তুলে নেওয়ার আল্টিমেটাম দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে।

বাদীর অভিযোগ মামলা দায়ের হওয়ার পর থেকে আসামীরা বিভিন্ন ভাবে মামলা তুলে আনার হুমকী দিয়ে আসছে। ১০ দিনের মধ্যে মামলা তুলে না আনলে গুম খুনের ঘটনা ঘটাবে। জীবনের তরে মামলা করার সাধ মিটিয়ে দিবে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি সবুজ ছাতার গলি, দিঘিরপাড়স্থ একটি ১০ তলা ভবন নির্মান কাজ চলমানকালে গত ০৯/০২/২০২৩ইং তারিখ রাত অনুমান ৮ ঘটিকার সময় আসামী নাসির (৪৫) দলীয় লোকজন নিয়ে বাদীর ভবনে অনধিকার প্রবেশ করে শ্রমিকদের ভবন নির্মাণ কাজে বাধা দেয়। এক পর্যায় শ্রমিকদের মারপিট করে। এই ঘটনায় স্থানীয় গণমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথা ছিল। গত ১০/০২/২০২৩ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় বাদী এবং ভবনের অন্যান্য মালিকগণ ভবন নির্মানের অগ্রগতি পর্যবেক্ষণে ভবনে উপস্থিত হলে আসামী নাসির (৪৫) ও আলমগীর (৫০) দলীয় লোকজন নিয়ে বাদীসহ অন্যান্যদের সাথে অনর্থক তর্কের সৃষ্টি করে গালাগাল দিতে থাকে এবং আসামীদের সাথে থাকা বাঁশের লাঠি, লোহার রড, ধারালো চাপাতি দিয়ে বাদীকে পেটায় ও কোপায়। ভবনের আশে পাশে দেওয়া সেভটি বেড়া ভাংচুর করে। লোকজন জড়ো হতে দেখে আসামীরা বাদীকে জীবন নাশের হুমকী দিয়ে চলে যায়। আসামীদের মারপিটে ও ধারালো অস্ত্রের কোপে বাদী আবু
জাফর (৫৫) গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয় লোক জনের সহায়তায় ঐদিন বাদীকে রাজধানীর কুর্মিটোলা জেলারেল হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা করানো হয়। এরপর বাদী ক্যান্টনমেন্ট থানার মামলা নং-০৬, জিআর নং-২৩, ধারা: ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, 427, ৫০৬ দন্ড বিধি দায়ের করেন। মামলার বাদী আবু জাফর মিয়া (৫৫) জানান, আসামী নাসির, আলমগীর ও তার দলীয় সাঙ্গ পাঙ্গরা আমাকে শুধু কুপিয়েই ক্ষান্ত হয়নি। এখন গুম খুনের পাঁয়তারা চালাচ্ছে। গুম খুনের হুমকী দিয়ে ১০ দিনের মধ্যে মামলা তুলে আনার আলটিমেটাম দিয়েছে। এর আগে গত ২৪/০২/২০২৩ইং তারিখ ভবন নির্মান কাজের শ্রমিকদের ক্ষতি সাধনের হুমকীর অভিযোগে ভবন মালিক জহিরুল ইসলাম অভিযোগকারী ক্যান্টনমেন্ট ডিএমপি থানার সাধারণ ডাইরী (জিডি) নং-১১৭৪ করেন। আসামী নাসিরের বিরুদ্ধে একই ভবনে ৮ম তলা নির্মান কালে ভবন নির্মানে বাধাদান ও মারপিটের ঘটনায় ভবন নির্মান শ্রমিক আলামিন বাদী হয়ে নাসিরের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট ডিএমপি থানার মামলা নং-০৭, জিআর নং-১৭১, ধারা: ৩২৩, ৩২৫, ৪২৭, ৫০৬ দন্ড বিধি দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার আসামী নাসিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি বিধায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আসাদুজ্জামানের নিকট মুঠোফোনে মামলার অগ্রগতি ও আসামীদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাদী এবং আসীদের মধ্যে কাউন্টার মামলা হয়েছে। মামলা দুটি তদন্তাধীন আছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About Author