ফুসফুস-কিডনি জটিলতায় জ্বরে আক্রান্ত হচ্ছেন খালেদা জিয়া - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফুসফুস ও কিডনি জটিলতার কারণে বার বার জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জেনেছি তার (খালেদা জিয়া) হার্টের সমস্যা আছে, সেই সমস্যা না গেলে তার লাং’য়ে যেভাবে পানি এসে যায় সেটা বন্ধ হবে না। যেটা চিকিৎসক মনে করছেন, কিডনি ইজ নট ফ্যাংশনিং পোপারলি। তার লিভারও ঠিকভাবে কাজ করছে না। যে কারণে জ্বর চলে গেলে আবারও তার জ্বর আসছে। গতকাল তার জ্বর এসছিল।’

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা আলমগীর বলেন, ‘তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যেটা বার বার করে তারা বলছেন, তাদের হাসপাতালগুলো ইকুয়েপ্টেড না। তাকে এডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা করানো উচিত।’

 

About Author