জুটপট্টির আগুনের ঘটনায় তদন্ত কমিটি, নারীসহ ২ উদ্ধারকারী আহত - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক ; রাজধানীর মিরপুরের জুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় এক নারীসহ দুই উদ্ধারকারী আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার বিকেলে জুটপট্টির আগুন নিয়ন্ত্রের পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রথমে একটি জুটের গোডাউন থেকে আগুন লেগে তা পাশের তিনটি ভবনে ছড়িয়ে পড়ে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভবনে প্রবেশ করার মতো পর্যাপ্ত স্পেস ছিল না। জুট থাকায় আগুন নেভানো একটু কষ্টসাধ্য ছিল।’

এক প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এক নারীসহ দুই উদ্ধারকারী আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় আলোক হাসপাতালে পাঠানো হয়েছে।’

এই ঘটনায় গঠন করা তদন্ত কমিটি আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও জানিয়েছেন তিনি।

দুপুর ১টা ২৫ মিনিটে  মিরপুরের ওই ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই জায়গাটিকে জল্লাদ খানা বস্তিও বলা হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

About Author