জীবননগরে ওয়ার্ড কাউন্সিলর এর উপর হামলা - Amader Bangladesh

জাহিদ হাসান জেলা প্রতিনিধি (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ৪ নম্বর  বাকা ইউনিয়ন পরিষদের২ ওয়ার্ড কাউন্সিলর  উপর হামলা।      ঘটনাটি গত 28 শে  এপ্রিল  আনুমানিক দুপুর ২:৩০   মিনিটের দিকে ৪ নম্বর বাঁকা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম এর অফিসের সামনে ঘটনাটি ঘটে।   এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম গুরুতর আহত হয়।এলাকাবাসী সাইফুল ইসলামকে আহত অবস্থায় পেলে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  এলাকাবাসী সূত্রে জানা যায় যে,ঘটনাটি পরিকল্পিত ভাবে সাজানো ছিল।   আহত ওয়ার্ড কাউন্সিলর এর ডান হাত ভেঙে যায়। এ ঘটনায় আহত মুখ থেকে শোনা যায় যে তিনি তার অফিসের সামনে উপরে দাঁড়িয়ে ছিলেন। এমন অবস্থায় মো: হামিব হোসেন (২৮)  মো অমিব হোসেন(২২)  মো সিরাজুল  ইসলাম  (৫৫) তাহারা তিনজন পরিকল্পিতভাবে এসে ৪নম্বর বাঁকা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর উপর হামলা চালায় এবং তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় যে ওয়ার্ড কাউন্সিলর সাইফুল তিনি তার অফিসের সামনে   দাঁড়িয়ে ছিলেন এমন অবস্থায় তারা তিনজন লাঠি,কাঠ, ইট এগুলো নিয়ে হঠাৎ তারপর হামলা চালায় সাইফুল তাদের হামলায় পড়ে গেলে তাকে রাস্তার উপর ফেলে লাথি মারে এবং  তাকে লাঠি ও ইট দিয়ে আহত করার চেষ্টা  করলে নিজ জীবন রক্ষার্থে তিনি হাত দিয়ে বাধা দিলে লাঠির বাড়ি এবং ইটের বাড়ি তার হাতে এসে লাগে এতে তার ডান হাতের কব্জি ভেঙে যায়।  এঘটনায় জীবনের থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ৪নম্বর বাকা ইউনিয়ন দুই নাম্বার ওয়ার্ড মিনাজপুর গ্রামবাসী সন্ত্রাসীদের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। এ বিষয়ে  মিনাজপুর গ্রামবাসী  আইনের কাছে সঠিক বিচার দাবি করছে।

About Author