জীবননগরের অন্যতম মাদক ব্যবসায়ী ফয়সাল নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের গডফাদার - Amader Bangladesh

 জিবননগর প্রতিনিধি :     চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার  অন‍্যতম  মাদক ব্যবসায়ী ফয়সাল নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করে আসছে। ফয়সাল অপরাধ কর্মকাণ্ড জগতের গডফাদার। তার বিরুদ্ধে কয়েকটি  মাদক মামলাও আছে।  ফয়সাল তার ক্ষমতা  অপব‍্যবহার  করে আসছে জীবননগরে। ফয়সাল তার ক্ষমতার অপব্যবহার করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাধীন 4 নম্বর সীমান্ত ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বেনীপুর বাওড়টি তার  দখলের  নিয়ে নেয়।  বেনীপুর বাওড়টির  মধ্য দিয়ে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ তাদের জীবিকা নির্বাহ করতো। অবৈধভাবে বাওড়টি  দখল নেওয়ার কারণে না খেয়ে দিন কাটাতে হচ্ছে বেনীপুর গ্রামের হতদরিদ্র কিছু পরিবারের। এছাড়াও ফয়সালের একটি সশস্ত্র বাহিনী আছে। এই সশস্ত্র বাহিনী দিয়ে ফয়সাল দিনরাত বেনীপুর বাওড় মহড়ায়   রাখতো কিছ যুবক দিয়ে। এসব যুবকদের হাত দিয়ে  মাদকদ্রব্য বেচাকেনা করতো।  এসব লোকদের মাধ্যমে মাদক দ্রব্য বেচাকেনা ছাড়াও তাদেরকে সেবন করাতো ফয়সাল। অন্যদিনের মতো গত রবিবার 21 শে ডিসেম্বর 2021 রাত আনুমানিক নয়টার দিকে জীবন নগর 1 নম্বর ওয়ার্ডের আপেল মাহমুদের ছেলে সাজু ও জীবননগর 2 নম্বর ওয়ার্ডের মাহিদুল ইসলামের ছেলে মামুন সহ গঙ্গাদাশপুরের নৈশ প্রহরী নিহত বাদলকে মাদকাসক্ত করে তাদেরকে বেনীপুর বাওড় মহোরার জন্য পাঠানো হয়।  বাদলকে অতিরিক্ত মাদকদ্রব্য সেবন করানো পারে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাওর টহল দিতে নিয়ে যায়। তখন  টহল দেওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকাটির ডুবে যাওয়ায় বাদল মারা যায়। বাদল অতিরিক্ত মাদকদ্রব্য সেবন করায় সে বাওড়রে তীরে আসতে পারে না এতে তার মৃত্যু হয়। সাধারণ মানুষের কাছে একই প্রশ্ন  কে এই ফয়সাল। তাঁর এত ক্ষমতা কোথা থেকে আসলো। যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জীবননগর শহরে একের পর এক কুকর্ম করে যাচ্ছে ফয়সাল।  ফয়সাল

 যুবকদেরকে নিয়ে এসে মাদকদ্রব্য সেবন করিয়ে নানা ধরনের কুকর্ম করছে।  সুতরাং  বেনিপুর বাওড়টি অবৈধভাবে  নিজের  কাছে রেখেছে ফয়সাল।  প্রসাসনের   কাছে  সাধারন  মানুষের  দাবি যে  ফয়সাল  কে  আইনের  আওতায়  নিয়ে তাকে যেন কঠিন   তম সাজা দেওয়া হয়।

About Author