চুয়াডাঙ্গায় গোয়েন্দা পুলিশের তৎপরতায় ৬৬০ বোতল ফেনসিডিল সহ আটক ২ জন - Amader Bangladesh

জাহিদ  হাসান  চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আমদানি নিষিদ্ধ ৬৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১০ই মে) সকাল পৌনে ৭টার সময় চুয়াডাঙ্গা পৌরসভাধীন কেদারগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন রিকাবী বাজার গ্রামের পূর্বপাড়ার ছালাম মিয়ার ছেলে রাজন খাঁ (২১) এবং একই জেলার টঙ্গীবাড়ী থানাধীন বেতকা গ্রামের উত্তরপাড়ার মৃত বারেক শেখের ছেলে রাজীব শেখ (২৫)।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা এঁর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাব্বুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক হোসেন আল মাহাবুবের নেতৃত্বে এসআই মুহিদ হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা পৌরসভাধীন কেদারগঞ্জ এলাকাস্থ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেন।

এমন সময় দর্শনা অভিমুখ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা অভিমুখী দ্রুতগতির একটি পিকআপ গাড়িকে সড়কের উপর থামার জন্য সংকেত দেওয়া হলে গাড়ির চালক সংকেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে ডিবি সদস্যরা গাড়িটির গতিরোধ করে সক্ষম হন এবং দুইজনকে আটক করে পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর গাড়িটির কেবিনের মধ্য হতে চালকের আসনের পিছনে বিশেষ কায়দায় সাজানো অবস্থায় ৬৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলসমূহের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯২ হাজার টাকা এবং পিকআপটির মূল্য ৫ লক্ষ টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

About Author