চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মজুত রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Amader Bangladesh
মোঃআশিকুর রহমান (পলাশ) :  জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের উদ্যোগে অবৈধ মজুত রোধে করণীয় ও বাজার মনিটরিং জোরদার বিষয়ক সভা। সোমবার ১৪ই ফেব্রুয়ারী বিকেলে ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর জনাব মোঃ  মাহমুদুল হাসানের উপস্থাপনায় এবং জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব উল ইসলাম, আনিসুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব), মিল মালিক সমিতির সভাপতি ও ইরফান গ্রুপের চেয়ারম্যান জনাব ইরফান আলী, জোসনারা রাইস মিলের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, মিনার গ্রুপের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম (টি ইসলাম), নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান আকবর, সাগর অটো রাইস মিলের চেয়ারম্যান মুনসুর রহমান, বাশরী অটো রাইস মিলের চেয়ারম্যান মোঃ সামিউল হক লিটনসহ অনান্য জেলা সকল মিল মালিক ব্যবসায়ীবৃন্দ।
সভায় অবৈধ মজুদ রোধে করণীয় ও বাজার মনিটরিং জোরদারকরন বিষয়ে বলেন, লাইসেন্স বিহীন কোন প্রকার খাদ্য শস্যের ব্যবসা করতে পারবেন না, বস্তুনিষ্ঠ তথ্য প্রতিবেদন দিতে বলেন। এ জেলায় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করাসহ অবৈধভাবে ধান চাল স্টক করছে কি না। প্রয়োজনের অতিরিক্ত ধান মজুত রাখছেন কিনা।
বাজার ঊর্ধ্বগতি, মজুদ ব্যবস্থা ও বাজার মনিটরিং এবং বাজার ধরে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা কোন মতেই মেনে নেবে একথা বলে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর কর্মকর্তা।

About Author