এক দিনে আরও ১৮৫ জনের মৃত্যু - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৮৮৪ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। এর আগে গতকাল শুক্রবার করোনায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৬৫১ জনের।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনের। করোনায় মারা গেছেন ১৬ হাজার ১৮৯ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ জন ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ঢাকায় ৭০ জন, খুলনায় ৫১, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ১৩, বরিশালে ১০, সিলেটে ৭, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৩।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

About Author