উদ্বোধনের অপেক্ষায় নানিয়ারচর চেঙ্গী ব্রিজ - Amader Bangladesh
আব্বাস উদ্দিন : রাঙ্গামাটিসহ সারাদেশে যাওয়ার সহজ পথ স্বপ্নের (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব প্রস্তাবিত নাম) নানিয়ারচর সেতু
(চেঙ্গী ব্রিজ) উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ই জানুয়ারী সকাল ১০টায় গণভবন থেকে
ভার্চুয়াল প্লাটফর্মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুটি উদ্বোধন করবেন তিনি।
নানান রঙে সাজানো হয় সেতুটিকে এবং বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে সেতুর আদলে নির্মিত
দৃষ্টিনন্দন এই নানিয়ারচর সেতুটি। উদ্বোধন উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর সেতু

এলাকায় আয়োজন করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের। যেখানে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি জেলা প্রশাসনসহ
জনপ্রতিনিধিরা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
এই নানিয়ারচরে (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ব্রিজ) সেতুটি চালু হওয়ায় এই অঞ্চলের মানুষের পারাপারের যে
ভোগান্তি ছিল, তার অবসান হচ্ছে। ঢাকার সঙ্গে এ অঞ্চলের নিবিড় যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। ব্যবসা-
বাণিজ্যের আরও উন্নতি ও অগ্রগতি হবে এবং পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। অপার সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে
নানিয়ারচরের অর্থনৈতিক দিকগুলোর, ইতোমধ্যে দৃষ্টিনন্দন এ সেতুটি এখন একটি বিনোদনকেন্দ্রে পরিণত
হয়েছে। সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের তথ্য মতে, ৫০০ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২ মিটার প্রস্থ এই সেতু ।
২০১৭ সালের ১৬ নভেম্বর সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

About Author