ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাঙমাটির হামদ্-নাত্ একাডেমীর হামদ্- নাত্ (দঃ) প্রতিযোগীতা ও আলোচনা সভা - Amader Bangladesh

সর্বপ্রথমে মানুষের নৈতিক মানদন্ড উন্নত করতে হলে ধর্মীয় বিধিবিধান মানা ছাড়া বিকল্প নেই। তা যে কোন
ধর্মের ব্যাপারেই হোক না কেন। আজ প্রতিটি দেশেই ধর্মীয় প্রভাব ক্ষুন্ন হওয়ার কারণে সমাজে নৈতিকতার ভিত্তি
দুর্বল হয়ে পড়ছে। তাই অপসংস্কৃতি রোধ করতে হলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।

রাঙামাটি হামদ্-নাত্ একাডেমীর, উত্তর কালিন্দীপুর, রাঙামাটি, এর উদ্যোগে, ২১/১১/২২ইং রোজ
সোমবার সকাল ৯.৩০ ঘটিকায় এফপিএবি এর মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে হামদ্- নাত্ (দঃ)
প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হামদ নাত (দঃ)
প্রতিযোগীতা ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন ।

রাঙামাটি এফপিএবি'র সভাপতি মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা
পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর, দৈনিক গিরিদর্পন সম্পাদক
আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ,রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার
চৌধুরী, রাঙামাটি আহলে সুন্নাত ওয়াল  জামায়াত এর সভাপতি মাওলানা মুহাম্মদ আনোয়ারুল মোস্তফা হেজাজী
, রাঙামাটি হামদ্-নাত্ একাডেমীর আহবায়ক জনাব আব্বাস উদ্দিন চৌধুরী , উপস্থপনা করেন
এনামুলহক হারুন সহসভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাঙামাটিপ্রমূখ।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন,রাঙামাটি রিজার্ভ বাজার তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ
আখতার হোসেন চৌধুরী, রাঙামাটি বনরুপা শাহী  জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সুলতান মাহমুদ আল
কাদেরী ।

প্রতিযোগীতায় হামদ, নাথ ও কিরাত বিষয়ে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থী অংশ নেন। অনুষ্ঠানে
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About Author