আগের মতোই হবে বইমেলা, সময় জানা যাবে পরে - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে এ বছর ভার্চুয়ালি বইমেলা আয়োজন করতে চেয়েছিল বাংলা একাডেমি। সমালোচনার মুখে তা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। এবারের বাইমেলাও আগের মতোই হবে, তবে বইমেলা কবে নাগাদ হবে তা জানা যাবে পরে।

আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে প্রকাশকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের মতো করেই বইমেলা আয়োজেনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক ও প্রকাশক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত সভা শেষে জানানো হয়, ভার্চুয়ালি নয়; শারীরিক উপস্থিতেই এবারও অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। তবে আগের মতো ফেব্রুয়ারি মাসে এ মেলা অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে মেলার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি মাথায় রেখে অমর একুশে বইমেলা ২০২১ ভার্চুয়ালি না সরাসরি অনুষ্ঠিত হবে, এ নিয়ে দ্বিধায় ছিল বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। তারা এবারের বইমেলা ভার্চুয়ালি করার প্রস্তাব দেয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণার প্রতিবাদ জানান কবি-লেখকরা। ভার্চুয়ালি নয়, সময় পরিবর্তন করে শারীরিক উপস্থিতেই বইমেলা আয়োজনের আহ্বান জানান তারা।

About Author