৫০ লাখ নিম্নবিত্তের মোবাইলে পৌঁছে যাবে নগদ আড়াই হাজার টাকা - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : ভাতা পায় না এমন ৫০ লাখ নিম্নবিত্ত মানুষ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এ দুর্যোগকালে পাবেন নগদ অর্থ সহায়তা। জনপ্রতি ২৫০০ টাকা করে এ অর্থ সহায়তা পৌঁছে যাবে উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা সরকারি সহযোগিতা পান তাদের বাইরে যারা এখন রয়ে গেছেন। তারা অন্তত নিজে কিছু কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেন তাদের কথা চিন্তা করেই আমরা ১ হাজার ২০০ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছি। এই ১ হাজার ২০০ কোটি টাকায় প্রত্যেককে আমরা ২ হাজার ৫০০ টাকা বা আড়াই হাজার টাকা করে জনপ্রতি এককালীন নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই টাকাটা দেওয়ার জন্য আমরা কমিটি করেছি। সেই কমিটি বারবার যাচাইবাছাই করেছে।’

তিনি বলেন, ‘সেখানে দ্বৈততা পরিহার করার ব্যবস্থা করেছি। যারা একবার পান তারা নেবেন না। তাদের নাম বাদ যাবে। বয়স্ক ভাতা, ভিজিএফ, ভিজিডির বাইরে যারা কিছুই পাচ্ছেন না, তাদের জন্য এই ব্যবস্থটা। আমাদের ফেরিওয়ালা, দিনমজুর, রিকশা-ভ্যান, গাড়ি চালক থেকে শুরু করে যারা একেবারে নিম্নবিত্ত আয়ের লোক তারা যাতে পায়। আমরা তাদের কথা চিন্তা করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘এই তালিকায় আমরা যে টাকাটা দেবো এটা কারও মাধ্যমে না। সকলেরই মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের মাধ্যমে টাকাটা সরাসরি সকলের হাতে চলে যাবে। মুজিববর্ষ, রমজান মাস চিন্তা করেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি।’

About Author