শাওমির বিরুদ্ধে গ্রাহকের তথ্য গোপনে চীনে পাঠানোর অভিযোগ - Amader Bangladesh

অনলাইন ডেস্ক : গ্রাহকের সম্মতি ছাড়াই তার ফোনের ব্রাউজিং ডেটা সংগ্রহ করে তা চীনে পাঠানোর অভিযোগ উঠেছে চীনা মোবাইল হ্যান্ডসেট কোম্পানি শাওমির বিরুদ্ধে। দুই মার্কিন ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞ শাওমির বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।

মার্কিন সাময়িকী ফোর্বসের অনলাইন ভার্সনের খবরে বলা হয়, দুই ইন্টারনেট সুরক্ষা গবেষক গাবি সার্লিগ ও অ্যান্ড্রু টিয়ের্নি অভিযোগ করেছেন যে, শাওমি তাদের গ্রাহকদের ব্রাউজিং ডেটা চীনে আলিবাবার সার্ভারে পাঠাচ্ছে। তাদের দাবি, স্মার্টফোনে থাকা ওয়েব ব্রাউজারের তথ্যের পাশাপাশি ‘ইনকগনিটো’ মোডের ব্রাউজিং ডেটাও চীনে পাঠাচ্ছে শাওমি।

এই দুই গবেষকের দাবি, চীন থেকে এসব তথ্য আবার রাশিয়া ও সিঙ্গাপুরের সার্ভারে পাচার করা হচ্ছে।

তবে এ দাবি অস্বীকার করেছে শাওমি। তাদের দাবি, এ গবেষণা সত্য নয়। শাওমি তথ্য সংরক্ষণে স্থানীয় আইন ও বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলে।

তবে শাওমির এক মুখপাত্র জানিয়েছেন, তারা গ্রাহকদের সম্মতিতে ব্রাউজিং ডেটা সংরক্ষণ করছেন। গ্রাহকদের চিহ্নিত করতেই এই ডেটা সংগ্রহ করা হচ্ছে।

About Author