যে কারণে ট্রাম্পের বিজ্ঞাপন মুছে দিয়েছে ফেসবুক - Amader Bangladesh

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিজ্ঞাপন মুছে দেওয়া হয়েছে। নাৎসি প্রতীক থাকায় মার্কিন প্রেসিডেন্টের এই বিজ্ঞাপনটি গতকাল বৃহস্পতিবার নিজেদের প্ল্যাটফর্ম থেকে মুছে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় সাইট ফেসবুক।

ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের জন্য গঠিত প্রচার দলের দেওয়া ওই বিজ্ঞাপনে নাৎসি প্রতীক থাকায়, তা ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও এ কথা বলা হয়েছে।

বিজ্ঞাপনটিতে যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনের কর্মীদের ‘অতি বামপন্থী বিপজ্জনক দাঙ্গাবাজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নিচের দিকে তাক করা লাল রঙের একটি ত্রিভুজ ব্যবহার করা হয়েছে এতে। এই প্রতীকটি নাৎসিরা কনসান্ট্রেশন ক্যাম্পে রাজনৈতিক বন্দীদের চিহ্নিত করতে ব্যবহার করত। এমন একটি বিদ্বেষমূলক প্রতীক ব্যবহার করাতেই বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন সিএনএনকে বলেন, সংগঠিত বিদ্বেষ ছাড়ানোর বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। ওই নীতিমালা ভঙ্গ করায় আমরা বিজ্ঞাপনটি এবং এ সম্পর্কিত পোস্টটি আমাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছি।

এদিকে ট্রাম্পের সমর্থকেরা বলছেন, এই প্রতীকটি মূলত অতি-বামপন্থী গোষ্ঠী অ্যান্টিফার। তাদের অনেকেই এই প্রতীকটি ব্যবহার করে। ওই গোষ্ঠীকে বোঝাতেই এই প্রতীক তারা ব্যবহার করেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অতি-বামপন্থী কেউ কেউ এমন প্রতীক ব্যবহার করলেও, এটি তাদের প্রাতিষ্ঠানিক কোনো প্রতীক নয়। এমন কোনো প্রমাণও ট্রাম্পপন্থীরা দিতে পারেননি।

এ বিষয়ে ট্রাম্পের প্রচার দলের যোগাযোগ পরিচালক টিম মারটাহ এক বিবৃতিতে বলেছেন, ‘এই প্রতীক অ্যান্টিফা ব্যবহার করে। এমনকি ফেসবুকেরও অনুরূপ একটি ইমোজি রয়েছে। ফেসবুক শুধু এই বিজ্ঞাপনটিকেই লক্ষ্য বানানোয় তাই সত্যি অবাক হতে হয়।’

About Author